
আলিয়া মাদ্রসার পাঠ্যক্রমে মৌদুদীবাদের আধিক্য আছে। মৌদুদীবাদ শিক্ষা ইসলামের পরিপন্থী বলে মন্তব্য করেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
সাকলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পূর্বে ও পরে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে অবস্থান শীর্ষক আলোচনা সভায় এইচ টি ইমাম এ কথা জানান।এছাড়া তিনি বলেন, মাদ্রসাগুলোকে এমপিও ভুক্তির ফলে স্কুল এবয় মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিযোগিতা শুরু হয়েছে। বেলজিয়ামের ঘটনায় অ্যামেরিকা এবং ইউরোপিও ইউনিয়ন যে কথা বলছে, তাতে সারা বিশ্বের মুসলমানরা বিপদে পরে যাবে বলে মন্তব্য করেন এইচ টি ইমাম। আলোচনা সভায় ইসলামী চিন্তাবিদরা ,রাষ্ট্র ধর্ম ইসলাম রাখার দাবি করেন।