মৌলভীবাজারে ‘কমিউনিটি ট্যুরিজম’ চালু (ভিডিও)
প্রকাশিত : ১১:১১, ৩১ অক্টোবর ২০১৮
পর্যটন দুনিয়ার সাম্প্রতিকতম কনসেপ্ট ‘কমিউনিটি ট্যুরিজম’ এবার চালু হলো মৌলভীবাজারে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে সামনে রেখে এই বিশেষায়িত ট্যুরিজম শুরু হল্ওে এলাকার অবকাঠামোগত উন্নয়ন দরকার বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্টরা।
দৃষ্টিনন্দন প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য পর্যটক নন্দিত মৌলভীবাজার। চা বাগান আর সবুজ বনভূমিতে সবুজের সমারোহ, হাওর বা জলপ্রপাত-- কি নেই এখানে?
মৌলভীকাজারের মানুষের জীবনযাত্রায়ও আছে বৈচিত্র। ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বৈচিত্রময় জীবনধারা আর সংস্কৃতি সম্পর্কে জানতে এখানে শুরু হয়েছে কমিউনিটি ট্যুরিজম। এই প্যাকেজে পর্যটক থাকতে পারবেন নৃ গোষ্ঠী পরিবারের বাড়িতেই। তাদের সাথেই থাকা-খ্ওায়া আর এলাকা ঘুরে দেখার সুযোগ!
প্রাথমিকভাবে ১০টি নৃগোষ্ঠী পরিবারকে নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে। আয়োজকরা বলছেন, এতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বর্ণিল জীবনযাত্রা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে পরিচিত হতে পারবেন পর্যটকরা। পাশাপাশি স্থানীয়দের বাড়তি উপার্জনেরও ব্যবস্থা হবে।
এই বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা প্রশাসন।
তবে পর্যটনখাত বিকাশের জন্য অবকাঠামোগত উন্নয়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
কমিউনিটি টুরিজমের কারণে মৌলভীবাজারের প্রতি আকৃষ্ট হবেন দেশ-বিদেশের পর্যটকরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন