ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ১৯ জানুয়ারি ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগান এলাকা থেকে একটি পৌরাণিক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

শনিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জ চা-বাগান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জি গ্রামের জগদীশ রাজধরের বসতঘরে কষ্টিপাথর ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করে বিজিবি’র কুরমা বিওপি’র সদস্যরা। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি পাচারকারীরা ঘটনাস্থলে মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ওই মূর্তিটি পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়। তবে কোথা থেকে এটি এসেছে তা জানা যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি