ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে বাসচাপায় ইমামের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মিনিবাসচাপায় মাওলানা মুজিবুর রহমান (৬০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে তিনি মারা যান। নিহত মুজিবুর রহমান একই উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে বলে জানা যায়।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট এলাকায় বাসচাপায় তিনি আহত হন।

এসআই মিন্টু চৌধুরী জনান, ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। তবে মিনিবাসটি আটক করা হয়েছে বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি