ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী মণিপুরী রাসলীলা উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৯, ১৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:৩৭, ১৯ নভেম্বর ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে ও আদমপুরে শুরু হয়েছে ২ দিনব্যাপি মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহা-রাসলীলা। কমলগঞ্জের মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের আয়োজনে এ বছর ১৭৯তম মহারাসোৎসবের রাখাল নৃত্য।

একই সাথে কমলগঞ্জের আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গণে মনিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের আয়োজনে ৩৬তম রাসোৎসব পালিত হচ্ছে। 

গন্ধায় অনুষ্ঠিত হবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। রাত ১২টা থেকে ভোর পর্যন্ত অনুষ্ঠিত হবে মনিপুরী নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্যাভিনয়ে গোপী নৃত্য। যা  মহা রাসলীলা হিসেবেও পরিচিত।  উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছে মেলা নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। মনিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও মেতে উঠেছেন এই আনন্দ উৎসবে। 

মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ ও চ্যাটার্জী জানান, এটিই তাদের প্রধান ধমীর্য় উৎসব। তাদের ধর্মমতে ধর্মীয় বিশ্বাস রেখে যারা এই রাসলীলা উপভোগ করেন ঈশ্বর তাদের প্রতি কৃপার্থ হন। যে কারণে প্রতিবছর তাদের মাধবপুর জোড়া মন্ডপে লক্ষাধিক লোক সমাগম হয়।

অপরদিকে রাস লীলা উপলক্ষ্যে শ্রীমঙ্গল সবুজবাগ জগদীশ গোস্বামীর বাড়িতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান মালার।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি