ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১০ জানুয়ারি ২০২৫

কনকনে শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলায় সকাল ৬টায় তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে। তাপমাত্রার পারদ কমে আসায় হাড়কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮  ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এছাড়া গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যায় কুয়াশা না থাকায় হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি