ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ম্যাক্স হাসপাতালের ১০ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৮ জুলাই ২০১৮

মেয়াদ উত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায়। অভিযান শেষে সাংবাদিকদের এক তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে ডা. দেওয়ান মাহমুদ মেহেদি হাসানও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর মেহেদীবাগ এলাকার ম্যাক্স হাসপাতাল, ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল ও প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসাপাতালে একযোগে এই অভিযান শুরু হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন জ্বর ও গলাব্যথা নিয়ে সমকালের সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের কন্যাশিশু রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানকার চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল চিকিৎসার বলি হয়ে ভর্তির ৩০ ঘণ্টা পর মারা যায় শিশু রাইফা। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

টিআর/ এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি