ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ম্যাচ সেরার খেতাব জিতেছেন মুস্তাফিজ

প্রকাশিত : ১৩:৫১, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫১, ২২ জুলাই ২০১৬

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে অভিষেক ম্যাচেই ম্যাচ সেরার খেতাব জিতেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ উইকেট নিয়ে দলকে জেতালেন ২৪ রানে। আইপিএল জয় করার পর এবার কাউন্টিতেও কাটার মাস্টারের চোখ ধাঁধানো বোলিং উপভোগ করে ক্রিকেট বিশ্ব। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে কাউন্টিতে অভিষিক্ত হন মোস্তাফিজ। ইংল্যান্ডে পৌঁছার পরদিনই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের বিপক্ষে মাঠে নামেন এই তরুণ পেসার। বাংলাদেশের কাটার মাস্টারকে দিয়েই দারুন জয় তুলে নেয় সাসেক্স। এসেক্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রানের বিশাল স্কোর দাঁড় করায় লুক রাইট বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস জর্ডান। জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে গুটিয়ে যায় এসেক্স। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪টি উইকেট নেন কাটার মাস্টার মুস্তাফিজ। সেই সাথে নিজের প্রথম ম্যাচেই পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকা সাসেক্সকে ২৪ রানে জিতিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতেন এই তরুণ টাইগার পেসার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি