ম্যান বুকার পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হান কাঙ
প্রকাশিত : ১৫:৫৯, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৫৯, ১৭ মে ২০১৬
এ বছর বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ম্যান বুকার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হান কাঙ।
কোরিয়ান ভাষায় লেখা নিজের প্রথম উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’-এর জন্য তিনি এই সম্মাননা পেলেন। পুরস্কার বাবদ ৫০ হাজার পাউন্ড পাবেন কাঙ। তবে এটি তার উপন্যাসের অনুবাদক ডেবোরাহ স্মিথের সঙ্গে ভাগ করে নিতে হবে। উপন্যাসে প্রাণী রক্ষা আন্দোলনের জন্য এক নারীর ত্যাগ ও সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মাংসভোজী থেকে তাকে নিরামিষভোজীতে রূপান্তিরিত হতে দেখা যায়। এছাড়া, নারীর পারিবারিক ঐতিহ্য ও সমাজের রীতিনীতি উপেক্ষা করে বেড়ে ওঠার চিত্রও নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে কাঙের লেখায়।
আরও পড়ুন