ম্যান বুকার পেলেন অ্যাটউড ও এভারিস্তো
প্রকাশিত : ১৩:০১, ১৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৩:১১, ১৫ অক্টোবর ২০১৯

বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার পুরস্কার পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিন এভারিস্তো।প্রথমবারের মতো যৌথভাবে বুকার পুরস্কার অর্জন করলেন তারা।
সোমবার লন্ডনের গিল্ডহলে তাদের নাম ঘোষণা করেন বিচারকরা। অ্যাটউড দ্য টেস্টামেন্টস এবং এভারিস্তো গার্ল ওমেন বইয়ের জন্য এই পুরস্কার পান তারা। পুরস্কারের অর্থ প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার। খরর দ্য গার্ডিয়ানের।
জুরিবোর্ডের চেয়ারপারসন পিটার ফ্লোরেন্স বলেন, অসাধারণ কাজের জন্যই তাদের পুরস্কারটি প্রদান করা হচ্ছে।
প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রতিবছর সাহিত্যে ম্যান বুকার পুরস্কার দেয়। ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়।