ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ম্যানইউকে থামিয়ে দিল ব্রিটন অ্যালবিয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১৯ আগস্ট ২০১৮

ম্যানচেস্টার ইউনাইডের জয়ের রথে এবার লাগাম টেনে ধরেছে ব্রিটন এন্ড হোভ এলবিয়ন। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যান ইউয়ের বিরুদ্ধে ৩-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে এলবিয়ন।

খেলার ২৫ মিনিটেই মুরের গোলে এগিয়ে যায় এলবিয়ন। এরমাত্র ২ মিনিটি পর ব্যবধান দ্বিগুণ করেন ডাফি। তবে ৩৪ মিনিটে লুকাকোর গোলে কেবল ব্যবধান-ই কমায় ইংলিশ জায়ান্টরা। সে ব্যবধানও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান ইউ। ৪৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান বড় করেন এলবিয়ন স্ট্রাইকার গ্রোব।

পয়েন্ট টেবিলে ম্যান ইউর অবস্থান ১০ নম্বরে। আবার ব্রিটন এলবিয়নের অবস্থান র‌্যাঙ্কিংয়ের ১৬ নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলেল শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

এমজে.


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি