ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ম্যানইউকে হারিয়ে ৬০ বছর পর কোয়ার্টারে সেভিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৪৪, ১৪ মার্চ ২০১৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে স্পেনের সেভিয়া।

আর শাখতার দোনেৎস্ককে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইতালীর রোমা।

ওল্ড ট্রাফোর্ডে শেষ ষোলোর ফিরতি লেগের খেলায় প্রথমার্ধ ছিল গোল শূন্য। ম্যাচের প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়।

৭৪ মিনিটে বেন ইয়াদের জোরালো শটে গোল করে সেভিয়াকে এগিয়ে নেন। চার মিনিট পর বেন ইয়াদের নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করে জয় অনেকটা নিশ্চিত করেন।

৮৪ মিনিটে রোমেলু লুকাকু ম্যান ইউর পক্ষে একটি গোল শোধ করলে আশা জাগে সমর্থকদের।

তবে, আর গোল না হলে ৬০ বছর পর ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ আটে উঠলো স্প্যানিশ দল সেভিয়া। দুই দলের প্রথম লেগের ম্যাচটি ছিলো গোল শূন্য।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি