ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তৃতীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২ সেপ্টেম্বর ২০২২

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ পেয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর টানা তিন ম্যাচ জিতেছে এরিক টেন হাগের দল। এতে বেড়েছে আত্মবিশ্বাস। লিভারপুল, সাউদ্যাম্পটনের পর লেস্টার সিটিকে হারিয়েছে রেড ডেভিলরা।

বৃহস্পতিবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটিকে ১-০ গোলে হারায় এরিক টেন হাগের দল। একমাত্র গোলটি করেছেন জ্যাডন সাঞ্চো। লিগ শুরুর দুই ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ ও ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ম্যানইউ। এরপর লিভারপুলকে ২-১ এবং সাউদ্যাম্পটনকে ১-০ হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পায় ম্যানচেস্টার ইউনাইটেড।  

ম্যাচের ২৩ মিনিটে গোল করে পার্থক্য গড়ে দেন সাঞ্চো। রাশফোর্ডের পাসে বক্সের ভেতর বল পেয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন সাঞ্চো। দ্বিতীয়ার্ধে কাসেমিরো, ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামিয়েও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে এক গোলের স্বস্তির জয় নিয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ ম্যাচ খেলে এখনো জয়ের খাতা খুলেনি লেস্টার সিটি। এক ড্র ও চার হারে এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে তারা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি