ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি শূন্য ড্র হয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ২৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৩:৫২, ২৮ এপ্রিল ২০১৭

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

এ নিয়ে লিগে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকলো ম্যানইউ। আর ঘরের মাঠে জয়ের দেখা পায়নি ম্যানসিটি। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দুদল। প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো ঘরের মাঠে খেলতে থাকা ম্যানসিটি। তবে, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটিজেনরা। স্বাগতিক হয়েও আক্রমণাতœক খেলতে থাকে ম্যানইউ। নির্ধারিত সময়ে কোন গোল না হলে গোল শূন্য ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে ম্যানসিটি। আর এক পয়েন্ট কমে একধাপ নিচে অবস্থান করছে ম্যানইউ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি