ম্যানসিটি ছাড়ছেন ডি ব্রুইনা, আবেগঘন পোস্ট
প্রকাশিত : ২০:৪৮, ৪ এপ্রিল ২০২৫

ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান মিডফিল্ডার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
ডি ব্রুইনা তার পোস্টে লেখেন, প্রিয় ম্যানচেস্টার, সামনের মাসগুলো ম্যানসিটির হয়ে আমার শেষ সময় হতে চলেছে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু ফুটবলারদের জীবনে এমন সময় আসবেই।
তিনি আরও বলেন, এই শহর, ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ, ও সমর্থকরা আমাকে যা দিয়েছে, তা কখনো ভোলার নয়। সবকিছুর শেষ থাকে, আর এটাই বিদায় বলার সেরা সময়।
চলতি সিজন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছি ডি ব্রুইনার। সময় ফুরিয়ে আসলেও কেডিবির সঙ্গে চুক্তি নবায়ন করছে না ম্যানসিটি। বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির কারণে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ফলে ক্লাব নতুন করে চুক্তি বাড়ানোর আগ্রহ দেখায়নি।
তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ফ্রি এজেন্ট হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) কিংবা সৌদি প্রো লিগে পাড়ি জমাতে পারেন। আগামী মাসগুলোতে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এদিকে, ম্যানসিটি ভক্তদের জন্য এটি একটি আবেগঘন মুহূর্ত, কারণ এক দশকের বেশি সময় ক্লাবের হয়ে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন কেভিন ডি ব্রুইনা।
এমবি//