ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ম্যাসাচুসেটসের গর্ভনর মিট রমনির সঙ্গে ট্রাম্পের বৈঠক

প্রকাশিত : ১২:০৭, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৭, ২০ নভেম্বর ২০১৬

নতুন সরকার গঠনের পথে আরো একধাপ এগোলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া ম্যাসাচুসেটসের গর্ভনর মিট রমনির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তবে বৈঠকের ফলাফল এখনও অজানা। এদিকে নিউইয়র্কে নাটকের মঞ্চে তোপের মুখে পড়েছেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হলেও নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিট রমনির নাম প্রায় চূড়ান্ত। সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে বৈঠকও করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু-ই জানা যায়নি। ট্রাম্পের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন রমনি। আর ট্রাম্পও রমনির প্রেসিডেন্ট প্রার্থীতা নিয়ে ব্যাপক সমালোচনাও করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, রুশ বিরোধী হওয়ায় ও মূলধারার রিপাবলিকানদের সঙ্গে দূরত্ব কমাতে রমনিকে সামনে নিয়ে এসেছেন ট্রাম্প। চলতি সপ্তাহেই ট্রাম্প প্রশাসনের আরো বেশ কয়েকটি পদ চূড়ান্ত হতে যাচ্ছে। তাই এ নিয়ে বৈঠকে ব্যস্ত ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে নিউইয়র্কে ‘হ্যামিলটন’ নাটকের মঞ্চে অভিনেতাদের তোপের মুখে পড়েন মাইক পেন্স। তাকে নিয়ে কটাক্ষ করেন অভিনেতারা। আর এরপরই এ নিয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানান ট্রাম্প।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি