ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ময়নাতদন্তে গলদ, ১৩ দফা সুপারিশ পিবিআই’র (ভিডিও)

আহম্মদ বাবু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২২ মার্চ ২০২৩

আত্মহত্যা বা খুনের মামলায় ময়নাতদন্ত প্রতিবেদন সঠিকভাবে না হওয়ায় তদন্ত কাজে সমস্যায় পড়তে হয়। অনেক ক্ষেত্রে ময়নাতদন্তে আত্মহত্যা বলা হলেও, মামলার তদন্তে দেখা যায় হত্যা করা হয়েছে। এমন বাস্তবতায় ১৩ দফা সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আধুনিক ফরেনসিক ল্যাব তৈরি জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। 

রাজশাহীর বোয়ালিয়া থানায় ত্রিভুজ প্রেমের কারণে হত্যকাণ্ডের শিকার হন সুমাইয়া নাসরীন ও মিজানুর রহমান। বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে আপন বোন, ভাগ্নে ও দুলাভাই মিলে পরিকল্পিভাবে হত্যা করে ছবের আলীকে। 

এমন এক ডজনের বেশি মামলার ময়নাতদন্তে আত্মহত্যা উল্লেখ করা হলেও, তদন্তের পর দেখা যায় তাদেরকে হত্যা করা হয়েছে।

এ সংকট নিরসনে ময়নাতদন্তকারী ডাক্তাদের প্রশিক্ষণ, জেলা পর্যায়ে পদ তৈরি করে আগ্রহী চিকিৎসকদের পদায়ন, আধুনিক ও পূর্ণাঙ্গ ল্যাব প্রতিষ্ঠাসহ ১৩ দফা দফা সুপারিশ করে পিবিআই।

২০২২ সালের জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রালয়কে এ বিষয়ে চিঠি দেয় পুলিশ সদর দপ্তর। পিবিআই প্রধান বলছেন, ময়নাতদন্ত বিভাগের উন্নতি হলে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হতো।

পিবিআই অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, “আমরা ১৩টি সুপারিশ করেছি। তদন্ত তো বিচার বিচার বিভাগের অংশ, ফরেনসিকটাও। যদি এই জায়গার উন্নতি হয় তদন্তের মানও উন্নত হবে। এতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাবে।”

এদিকে, ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ এখনও স্বয়ংসম্পূর্ণ হয়নি মন্তব্য করে বিএমএ সভাপতি বলছেন, জেলা শহরের অবস্থা আরও খারাপ। 

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, “৫০ বছর পরেও একই অবস্থা। আজকের আধুনিক যুগে বিদেশে যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আনা হয় তাহলে নিশ্চয়ই অবস্থার উন্নতি হবে।”

ফরেনসিক বিভাগে চিকিৎসক সংকটের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দেশে আধুনিক ফরেনসিক কাঠমো তৈরি হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, “পিবিআই থেকে যে সুপারিশ পেয়েছি তার আলোকে একটা পরিকল্পনা তৈরি করা হবে।”

দেশে ভিসেরা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীতে একটি ল্যাব থাকলেও সেটির সক্ষমতা কম বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি