ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

ময়মনসিংহ জুট মিলের শ্রমিক- কর্মচারিরা ২৪ বছরেও বকেয়া মজুরি পাননি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১ মে ২০১৭ | আপডেট: ১১:২০, ১ মে ২০১৭

বন্ধ ঘোষণার ২৪ বছর পরও বকেয়া মজুরি পাননি ময়মনসিংহ জুট মিলের শ্রমিক- কর্মচারিরা। এরইমধ্যে মৃত্যু হয়েছে অনেকের। আর পরিবার পরিজন নিয়ে বেকার শ্রমিকদের দিন কাটছে দুর্বিসহ অবস্থায়।
ময়মনসিংহ জুট মিলের শ্রমিক আব্দুল মোতালেবের স্ত্রী খোদেজা বেগম। ২০০১ সালে স্বামী মারা যাওয়ার পর ৫ সন্তান নিয়ে সংসারের খরচ যোগাতে অসহায় হয়ে পড়েন তিনি। সহায়সম্বল বিক্রি ও ধার দেনা করেও যখন চলছিল না, তখন বিভিন্ন বাসা বাড়িতে কাজ শুরু করেন  খোদেজা বেগম। স্বামীর বকেয়া মজুরির টাকা কবে মিলবে জানা নেই খোদেজার।
১৯৯৩ সালে শ্রমিক কর্মচারিদের পাওনা পরিশোধ না করেই মিলটি বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘদিন পরও বকেয়া টাকা না পেয়ে অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন মিলের শ্রমিক- কর্মচারিরা।
২০০৩ সালে বেসরকারি মালিকানায় মিলটি আবার চালু হলেও পরিশোধ করা হয়নি আগের বকেয়া।
বকেয়া মজুরি না পাওয়ায় ক্রমেই আক্ষেপ বাড়ছে শ্রমিক পরিবারের সদস্যদের।
মিল বন্ধ ঘোষণার সময় ১২শ’ শ্রমিক কর্মচারির বকেয়া ছিল প্রায় দুই কোটি টাকা।



Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি