ময়মনসিংহ থেকে কপ্টার যোগে চিকিৎসককে ঢাকায় আনা হয়েছে
প্রকাশিত : ২০:৩৫, ১৩ জুন ২০২০ | আপডেট: ২০:৩৯, ১৩ জুন ২০২০
করোনার উপসর্গ নিয়ে তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকা ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনেছে বিমান বাহিনী।
আজ শনিবার পৌনে ছয়টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর’র (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য ডা. এমদাদ উল্লাহ খানকে ঢাকায় আনা হয়েছে।
ঢাকায় আনার পরই এমদাদ উল্লাহকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এলেও তার উপসর্গ রয়ে গেছে। তীব্র রকমের শ্বাসকষ্টে ভুগছেন তিনি।
এমএস/এসি