ময়মনসিংহ সিটিতে তৎপর মনোনয়ন প্রত্যাশীরা (ভিডিও)
প্রকাশিত : ১২:২০, ৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৩৫, ৪ এপ্রিল ২০১৯
ময়মনসিংহ সিটিতে তৎপর মনোনয়ন প্রত্যাশীরাময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছেন বিভিন্ন দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে মনোনয়ন চান একাধিক নেতা। তবে নির্বাচনী লড়াইয়ে নামতে কেন্দ্রের সিগন্যালের অপেক্ষায় বিএনপি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচনের ভোটগ্রহণ আগামি ৫ মে। এরইমধ্যে ভোটের লড়াইয়ে নামতে তোড়জোড় শুরু করেছেন মনোনয়নপ্রত্যাশীরা। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতেও মাঠে আছেন একাধিক নেতা। নৌকা প্রতীক পেলে নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা বলছেন মনোনয়ন প্রত্যাশীরা।
জাতীয় পার্টিরও মনোনয়ন চান একাধিক নেতা।
এদিকে, বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বলছেন, দল চাইলে তারা সিটি নির্বাচনে অংশ নেবেন।
নগরবাসীর সমস্যা সমাধানে যিনি এগিয়ে আসবেন তেমন সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা।
৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত নব্বই দশমিক এক সাত বর্গকিলোমিটারের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটার ৩ লাখ ২ হাজার ১০৯ জন।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/
আরও পড়ুন