ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ময়মনসিংহে কারখানার বর্জ্যে ফসলি জমি নিস্ফলা (ভিডিও)

প্রকাশিত : ১৩:১৭, ২৩ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৪:৪১, ২৩ এপ্রিল ২০১৯

ময়মনসিংহের ভালুকায় কারখানার বর্জ্যে নিস্ফলা হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। পোষাক কারখানার রং আর রাসায়নিকের পানি নষ্ট করছে ক্ষেতের ফসল। স্বাস্থ্য ঝুঁকিতে আছে এলাকার মানুষ। প্রতিবাদ কিংবা অভিযোগ করেও হচ্ছে না কোনো সুরাহা।

কারখানার বর্জ্য মিশছে ফসলের ক্ষেতে। ধোঁয়া বিষাক্ত করছে বাতাস। জমি হারাচ্ছে উরর্বতা। বিপন্ন হচ্ছে পরিবেশ, জী বৈচিত্র।

এই চিত্র, ময়মনসিংহের ভরাডোবা ইউনিয়নের। এক্্রপেরিয়েন্স টেক্সটাইলের অপরিশোধিত বর্জ্যে ছড়িয়ে পড়ছে পুরুড়া, ভাটগাও, রাংচাপড়া, ভরাডোবাসহ আরও কয়েকটি গ্রামে। নষ্ট হচ্ছে ফসল।

প্রতিবাদ সভা, মানববন্ধন আর উপজেলা পরিষদ ঘেরাও কর্মসুচি করেছে এলাকার বাসিন্দারা। তারপরও বন্ধ হয়নি অপরিশোধিত বর্জ্যের এই নির্গমন।

আইনের কোন তোয়াক্কাই করছেনা কারখানা কর্তৃপক্ষ। বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ছাড়াই চালিয়ে যাচ্ছে কার্যক্রম। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি নয় মালিক পক্ষ।

কৃষি বিভাগ ও পরিবেশ অধিদফতর বলছে, কারাখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দ্রুত বিষয়টির সমাধান করে পরিবেশ ও কৃষকদের জমি রক্ষার দাবি স্থানীয়দের।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসইউ/এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি