ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবীতে ৪৮ ঘন্টার কর্মবিরতি চলছে

প্রকাশিত : ১৩:২২, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:২২, ৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

m singময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবীতে ইন্টার্ন চিকিৎসকদের ডাকে চলছে ৪৮ ঘন্টার কর্মবিরতি। এতে রোগীদের চিকিৎসসেবা অনেকটাই ব্যাহত হচ্ছে, এমন দাবি রোগী ও স্বজনদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অন্য চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আর গেল রাতে বহিরাগতদের আসামী করে মামলা দায়েরের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। গেল মঙ্গলবার কথা কাটাকাটির জের ধরে হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক মাজহারকে বহিরাগত যুবকরা মারধর করলে এ কর্মবিরতির ডাক দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি