(ভিডিও)
ময়মনসিংহে থামছে না নিঃস্ব দোকানীদের আহাজারি
প্রকাশিত : ১৫:৫৭, ৮ জুন ২০১৮ | আপডেট: ১৬:০৬, ৮ জুন ২০১৮
ময়মনসিংহে হকার্স মার্কেটের দেড়শ’ দোকান পুড়ে নিঃস্ব হয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। পানি সংকট ও ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে বলে অভিযোগ তাদের। গাফিলতির কথা অস্বীকার করলেও পানি সংকটের কথা স্বীকার করেছে ফায়ার সার্ভিস।
কিছুতেই থামছে না, হকার্স মার্কেটের নিঃস্ব দোকানীদের আহাজারি। ঈদ সামনে রেখে অনেকেই ধারকর্জ করে দোকানে মালামাল তুলেছিলেন। নগদ টাকাসহ সব পুড়ে যাওয়ায় সর্বশান্ত তারা।
দোকানিদের অভিযোগ, পানি সংকট এবং ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই ক্ষতির পরিমাণ বেড়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। আর আশপাশে পুকুর বা জলাশয় ভরাট হওয়ায় পানি সংকটের কথা জানান বিভাগীয় কমিশনার।
আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একে//
আরও পড়ুন