ময়মনসিংহে পূর্ব শত্রুর জেরে ভাংচুর ও লুটপাট
প্রকাশিত : ১১:১৭, ১২ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৩, ১২ মে ২০১৭
ময়মনসিংহের তারাগাই গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি তছনছের পর অগ্নিসংযোগ করে তারা। ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ-স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছে তারা।
ময়মনসিংহ সদরের খাগডহর ইউপি চেয়ারম্যানের দায়ের করা মামলার আসামী সাবেক ইউপি মেম্বার বাদল মিয়া ও তার চার ভাই পলাতক থাকায় তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।
এক পর্যায়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্রে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। পরিবারের অভিযোগ, ১০ টাকা কেজি দরের চাল সরবরাহে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার দাবি করেছেন তারা।
তবে এমন ঘটনা দুঃখজনক মন্তব্য করে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান।
এদিকে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
আরও পড়ুন