ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৫ জানুয়ারি ২০১৮

ময়মনসিংহের শহরতলীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাম মোহাম্মদ নাঈম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একজন পেশাদার ছিনতাইকারী ছিলো বলে দাবি পুলিশের।

গতকাল বুধবার দিবাগত রাতে বলাশপুর বালুচরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরিত ককটেলের অংশ, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানার পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাস জানান, গত ১৯ জানুয়ারি রাতে বলাশপুর বাজার এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে খুন হওয়া কলেজছাত্র ইব্রাহীম খলিল হত্যায় জড়িত সন্দেহে বুধবার রাতে নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অন্য ছিনতাইকারীদের ধরতে বালুচরে যৌথ অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টাগুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান নাঈম।

এ ঘটনায় আহত হয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই মাহবুব ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল রাশেদ। তাদের ময়মনসিংহ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরিত ককটেলের অংশ, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পুলিশের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি