ময়মনসিংহে বিদ্যাগঞ্জ সরকারী আবাসন বসবাসের অনুপযোগী (ভিডিও)
প্রকাশিত : ১৬:৫০, ৩০ জুন ২০১৮
সংস্কার ও মেরামতের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ময়মনসিংহে বিদ্যাগঞ্জ সরকারী আবাসন। এক যুগ আগে নির্মিত প্রকল্পের ঘরের চালায় মরিচা ধরে টিন ছিদ্র হয়ে পানি পড়ছে। একইসঙ্গে পানীয় জলের ব্যবস্থাসহ নেই নিষ্কাশন সুবিধা। ফলে আবাসনে বসবাস করা ভূমিহীন পরিবারগুলো রয়েছে চরম দুর্ভোগে।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২০০৪ সালে বিদ্যাগঞ্জ রেল স্টেশনের পাশে ভূমিহীন ১৮০ পরিবারের আবাসনে বসতঘর নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার হয়নি। বর্তমানে অধিকাংশ বসতঘরের চালায় ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির দিনে পলিথিন দিয়েও রক্ষা পাচ্ছেন বাসিন্দারা।
নতুন করে বসানোর কথা বলে আবাসনের সরকারি টিউবওয়েলগুলো ভূমি অফিসের কর্মচারীরা নিয়ে যাওয়ায় পানীয় জলের সংকটে আছে পরিবারগুলো। একইসঙ্গে নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জমে যায় পানি।
এসব ব্যাপারে প্রশাসনের কাছে ধর্না দিয়েও কাজ না হওয়ায় হতাশ ভুক্তভোগী পরিবারগুলো।
বরাদ্দ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানায় উপজেলা ভূমি অফিস।
বর্ষায় দুর্ভোগের কথা বিচেনায় দ্রুত আবাসন প্রকল্পের ঘরগুলো মেরামতের দাবি ভুক্তভোগীদের।
আরও পড়ুন