ভিডিও
ময়মনসিংহে মহাসড়গুলোতে অবাধে চলছে ৩ চাকার যানবাহন
প্রকাশিত : ১৫:৫১, ৫ অক্টোবর ২০১৮
ময়মনসিংহের সড়ক মহাসড়গুলোতে অবাধে চলছে ধীরগতির ৩ চাকার যানবাহন। ঘটছে দুর্ঘটনা। দূরপাল্লার যানবাহন চালকরা বলছেন, মহাসড়কে এসব যান নিষিদ্ধ হলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
এ দৃশ্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড়, চুরখাই, ত্রিশাল, ভালুকা ও মাওনা এলাকার। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, সিএনজি অটোরিকশা মাহিন্দ্র। নিষিদ্ধ এইসব যান চলছে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-নেত্রকোনা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-শেরপুরসহ সবকটি সড়ক মহাসড়কে।
দূরপাল্লার যান চালকদের অভিযোগ মহাসড়ক নিরাপদ করতে কোনও তৎপরতা নেই প্রশাসনের। মহাসড়কে ধীরগতির যানবাহন চালানোর কথা স্বীকার করলেন ৩ চাকার যান চালকরাও।
প্রশাসনের সংশ্লিষ্টরাও মেনে নিলেন আইন বাস্তবায়ন না হওয়ার কথা। তারা বলছেন, শিগগিরই চালানো হবে অভিযান।
স্থানীয়দের যাতায়াতের বিকল্প ব্যবস্থা রেখে মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।
একে//
আরও পড়ুন