ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে সিটি নির্বাচনের হাওয়া (ভিডিও)

প্রকাশিত : ১৫:১০, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:২১, ২৮ মার্চ ২০১৯

তফসিল ঘোষণার পর থেকেই নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ৫ মে’র ভোটকে ঘিরে প্রস্তুতিদ নিতে শুরু করেছে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি। তবে দলীয়ভাবে বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে দলের মহানগর কমিটি। 

৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম ভোট। নির্বাচনের আগে থেকেই মনোনয়ন প্রত্যাশীদের পোষ্টার ব্যানারে ছেয়ে যায়  নগরী। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় মহানগর আওয়ামী লীগ।

নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

তবে নির্বাচন নিয়ে একেবারেই চুপচাপ বিএনপি ও গণ ফোরাম।

নির্বাচনে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছে জেলা সিপিবি।

ময়মনসিংহ পৌরসভার সাবেক ২১টি ও সম্প্রসারিত ১২টিসহ ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত নব্বই দশমিক ১৭ বর্গকিলোমিটার আয়তনের সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ১০৯। ২০১৮ সালের ১৩ অক্টোবর সিটি কর্পোরেশন গঠন করা হয়।

বিস্তারিত দেখতে ভিডিও ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি