ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২ অক্টোবর ২০২৪

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সোয়া ১ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরী শামীম ভূইয়ার ফিশারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাদল মিয়া (৩৫) এবং দশালিয়া গ্রামের বাসিন্দা মৃত নবী নেওয়াজের ছেলে অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৫৭)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। 

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, বুধবার দুপুর সোয়া ১ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ডাংরী শামীম ভূইয়ার ফিশারির সামনে ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সঙ্গে নান্দাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাদল মিয়া এবং হাসপাতালে নেওয়ার পথে ফিরোজ মিয়া মারা যান। 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

সূত্র: বাসস

এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি