ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহের মাদ্রাসাগুলোতে শহীদ মিনার নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ময়মনসিংহের অধিকাংশ স্কুল কলেজে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হলেও নেই মাদ্রাসাগুলোতে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা বলেছেন, শহীদ মিনার নির্মাণে সরকারি উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন তারা।

ময়মনসিংহের ৭৮টি কলেজ ও ৫২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই রয়েছে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার।
তবে ব্যতিক্রম ৩৮৮টি মাদ্রাসা। শহীদ মিনার তো নির্মাণ করা হয়নি। ভাষা আন্দোলনের গৌরব সালাম, বরকত, জব্বারসহ কোন ভাষা শহীদদের সম্পর্কেও কিছুই জানে না এসব মাদ্রাসার শিক্ষার্থীরা। অভিযোগ এসব প্রতিষ্ঠানে যথাযথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পালন করা হয় না।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে সরকারি নির্দেশনা থাকলেও মাদ্রাসা শিক্ষকদের এ নিয়ে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য।
শিক্ষাবিদরা বলছেন, নতুন প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা জরুরি।

এদিকে মাদ্রাসাগুলোতে শহীদ মিনার নির্মাণে উদ্যোগের কথা জানালেন বিভাগীয় শিক্ষা কর্মকর্তা। তবে বিষয়টি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি