ময়মনসিংহের স্থলবন্দর পিকনিক স্পটে দর্শনার্থীদের ভিড়(ভিডিও)
প্রকাশিত : ১০:৩৪, ৪ এপ্রিল ২০১৮

ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী স্থলবন্দর পিকনিক স্পটে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। প্রতিদিন নানা বয়সী দর্শনার্থীরা আসেন সীমান্ত ঘেঁষা এই এলাকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে। রাস্তাঘাটের উন্নয়নসহ অবকাঠামোগত সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। আধুনিক মানের পিকনিক স্পট গড়ে তোলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
মেঘালয়ের কোলঘেঁষা হালুয়াঘাট কড়ইতলী স্থল বন্দর। এর পাশেই ২০১৭ জানুয়ারীতে সাড়ে তিন একর জমির উপর ব্যক্তি মালিকানায় গড়ে উঠে হালুয়াঘাট পিকনিক স্পট।
নয়নাভিরাম এই স্পটে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন, উপভোগ করেন নৈসর্গিক সৌন্দর্য্য।
শিশুদের জন্য আধুনিক মানের রাইডস আর হোটেল রেস্টুরেন্টসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের।
সরকারের সহায়তা পেলে ভবিষ্যতে আধুনিক মানে পরিণত করার কথা জানায় পিকনিক স্পট কর্তৃপক্ষ।
প্রাকৃতিক সৌন্দর্য্যময় স্পটটিকে আধুনিক মানে গড়ে তোলা গেলে, এটি হয়ে উঠতে পারে সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র।