ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

(ভিডিও)

ময়লা আবর্জনার স্তুপে চেনার উপায় নেই রাজশাহী নগরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৮ জুন ২০১৮

ভাঙ্গা রাস্তাঘাট আর ময়লা আবর্জনার স্তুপে চেনার উপায় নেই চিরচেনা রাজশাহী নগরকে। অবশ্য এ জন্য রাজনৈতিক প্রতিহিংসা ও কাঙ্খিত বরাদ্দ না পাওয়াকেই দায়ি করলেন নগর মেয়র।

পাঁচ বছর আগেও গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত ছিল পদ্মা পাড়ের নগরী রাজশাহী। কিন্তু রাস্তাঘাট আর ময়লা আবর্জনার স্তুপের কারণে এখন ভোগান্তির সীমা নেই ।

নগরের প্রাণকেন্দ্র রাণীবাজার-সাগড়পাড়ায় ৬০০মিটার সড়ক নির্মাণ কাজ শুরুর পর পাঁচ বছর পার হলেও এখনও শেষ হয়নি। নগরের ভদ্রা এলাকার রাস্তাটি প্রায় দুই বছর ধরে খানাখন্দে ভরা। এছাড়াও দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্টি হয়েছে অসংখ্য ছোটবড় গর্ত। সামান্য বৃষ্টিতেই জমছে পানি। এতে ভোগান্তি বেড়েছে যানবাহন চালকসহ পথচারিদের।    

চাহিদা মাফিক বরাদ্দ না পাওয়ায় উন্নয়ন কর্মকান্ড ব্যবহত হয়েছে বলে দাবি সিটি মেয়রের। আগামী সিটি নির্বাচনে এই ইস্যুগুলোই বড় ফেক্টর হবে বলে মনে করছেন নগরবাসী।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি