ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যখন লিভারের চিকিৎসায় সার্জারি করা যায় না

ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

প্রকাশিত : ১২:৩৭, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

লিভার হলো আমাদের শরীরের সবচেয়ে বড় সলিড অর্গান। অন্য কোনও রোগে যেমন-তেমন, লিভারে অসুখ হয়েছে মনে করলেই মনে নানা অজানা আশঙ্কা উঁকি-ঝুঁকি দেয়। আর চারপাশের সবাই হয়ে উঠেন একেকজন লিভার বিশেষজ্ঞ। এই নিয়ে পরামর্শের যেন শেষ থাকে না।

লিভারের রোগের একটি চিকিৎসা হলো সার্জারি। তবে কিছু কিছু ক্ষেত্রে এ সার্জারি করা যায় না। টিউমার লিভারে ছড়িয়ে পড়লে কিংবা একাধিক জায়গায় টিউমার থাকলে সার্জারি করা যায় না। এমনকি প্রতিস্থাপনও করা যায় না। টিউমার যদি ছোট অবস্থায় থাকে এবং তা লিভারের মধ্যেই থাকে, তাহলে একটি উঠিয়ে সে স্থানে নতুন লিভার প্রতিস্থাপন করা যায়।

কিন্তু যখনই এটি বড় আকারের হয়, তখন আর তা করা যায় না। লিভার সিরোসিস, বিশেষ করে ‘বি’ ভাইরাস, ‘সি’ ভাইরাস এগুলো ক্রনিক লিভারের রোগ, থাকলে সে ক্ষেত্রে অস্ত্রোপচার করা যাবে না। লিভারজনিত সমস্যায় প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হলে ওষুধের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। তাই শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হোন, ভালো থাকুন।

লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি