যত বাধাই আসুক সামলে নেওয়া ব্যাপার না : মিথিলা
প্রকাশিত : ১৮:০৩, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০৮, ৯ আগস্ট ২০১৭
তাহসানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিছুদিন আগে। মিথিলার জীবনে বড় ঝড় বয়ে গেছে গত কয়েক মাসে। সেই মিথিলাই কিনা বললেন, জীবনে যত বাধাই আসুক সামলে নেওয়া ব্যাপার না।
রাজধানীর ইসমাইলিয়া জামাতখানা অ্যান্ড সেন্টারে অংশ নিয়েছেন ‘আইপিডিসি ক্যারিয়ার ক্যাম্প ২০১৭’ রাফিয়া রশীদ মিথিলা। সেখানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি। মিথিলা ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের হেড হিসেবে নিয়োজিত আছেন। সেই কাজের অংশ হিসেবে এই প্রোগ্রামে অংশ নিয়েছেন তিনি।
অনুপ্রেরণামূলক বক্তৃতায় মিথিলা বলেন, সামনে যতই বাধা আসুক বা যতই কঠিন হোক সামলে নেওয়া কোনো ব্যাপার না। মানিয়ে নিতে হবে এবং নেতিবাচকতা ও হতাশাকে দূরে সরিয়ে দিতে হবে।
ভক্তদের নিকট ব্যাপক জনপ্রিয় ছিলেন তাহসান-মিথিলা দম্পতি। ১১ বছরের দাম্পত্য জীবন চুকিয়ে তাদের ডিভোর্স হয় গত মাসে। একমাত্র কন্যা রয়েছে মিথিলার কাছে।
ফেসবুকে ওই ক্যাম্পের দুটি ছবি সোমবার শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন, জীবনকে ইতিবাচকভাবে নেওয়ার কথা।
মিথিলার মতে, সামনে যতই বাধা আসুক বা যতই কঠিন হোক সামলে নেওয়া কোনো ব্যাপার না। মানিয়ে নিতে হবে এবং নেতিবাচকতা ও হতাশাকে দূরে সরিয়ে দিতে হবে। জীবন হলো আশির্বাদ।
মিথিলা বলেন, নেতিবাচকতা ও অন্যায়ের প্রতিক্রিয়ায় হাল ছেড়ে দেওয়া ঠিক নয়।
//এআর