ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

‘যদি একদিন’ মুক্তি পাচ্ছে নারী দিবসে

প্রকাশিত : ১০:১৯, ১২ ফেব্রুয়ারি ২০১৯

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ দিনকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘যদি একদিন’। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এ সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
গত ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। চলচ্চিত্রটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন রাইসা। তাকে ঘিরেই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে।
চলচ্চিত্রটির কাহিনী প্রসঙ্গে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘সিনেমাটিতে ছোট্ট রাইসার সঙ্গে নায়ক তাহসানের (বাবা-মেয়ে)’র এক দারুণ রসায়ন ফুটে উঠেছে। সেই সঙ্গে তাহসান-শ্রাবন্তীর প্রেম-বিরহের কিছুটা আঁচ পাওয়া যায়। সবমিলিয়ে আমাদের দেশের একটি পরিবারের গল্প উঠে এসেছে ‘যদি একদিন’ সিনেমাতে।’
চলচ্চিত্রটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- ‘ঢাকা অ্যাটাক’খ্যাত খলনায়ক তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ প্রমুখ।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি