ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

যদি পঞ্চাশ ছুঁয়ে থাকো আয়ুতে...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ৩ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৯:১৭, ৩ জানুয়ারি ২০২৩

যদি পঞ্চাশ ছুঁয়ে থাকো আয়ুতে, তাহলে একশোয়- পঁচানব্বই ভাগ তোমার হাতে মেরে কেটে আর দশ হাজার দিন আছে। তার কম থাকতে পারে, বেশি থাকার সম্ভাবনা বেশ কম, আর থাকলেও সেই বৃদ্ধ ন্যুব্জ শরীরে কতখানি তুমি থাকবে সেটা তো বুঝতেই পারছো। 

তোমার পঞ্চাশতম জন্মদিনের থেকে তাই, দশহাজার দিনের উল্টো গুনতি শুরু। তার মানে, দশ দিনে একটা বই শেষ হলে মোটে আর হাজারটা বই পড়তে পারবে।

দিনে দু’পাতা করে রবীন্দ্রনাথ পড়লে আয়ুর শেষ দিকে গিয়ে ষোড়শ খণ্ডে পৌঁছাবে, মাসে একটা করে নাটক দেখার সময় পেলে সাড়ে তিনশোটার বেশি দেখতে পারবে না, বছরে চারবার বেড়াতে গেলে পৃথিবীর মাত্র একশো কুড়িটা অঞ্চলে তোমার উপস্থিতির স্মৃতি থাকবে। 

ছয়মাসে একবার বন্ধুদের সাথে দেখা হলে মোটে ষাটবার দেখা পাবে তাদের। বছরে একবার দেশের বাড়ি গেলে স্রেফ আর তিরিশবার তোমার সেখানে যাওয়া। আর এই সবই এটা ধরে নিয়ে তুমি শারীরিক, মানসিক আর অর্থনৈতিকভাবে এসব করার জন্য পুরোপুরি সক্ষম থাকবে।

এই দশহাজার দিনের বেশ কয়েকটাতে তুমি সমবয়স্ক বা অগ্রজ প্রিয়জনের মৃত্যুসংবাদ পাবে। বেশ কিছু সপ্তাহ তোমার নিজের বা পরিবারের রোগ শুশ্রুষায় যাবে। আরও বেশ কিছু যাবে পরবর্তী প্রজন্মের নানান সমস্যা সামলাতে। এই দশ হাজার দিনে ক্রমশ তোমার এলআইসি গুলো ম্যাচিওর করে যাবে। অথচ দেখবে সেই টাকাগুলো নিয়ে কী করবে সেটা আর তুমি বুঝতে পারছো না। সামনে এগোনোর থেকে পেছন ফিরে দেখার সময় বেড়ে চলবে তোমার।

এই দশহাজার দিনের কোনো এক-দুটোতে তোমার ছানি অপারেশন হবে। কয়েক মাস যন্ত্রণার পর দাঁত তুলে বাঁধানো হবে। প্রেমপত্রের থেকেও সযত্নে রক্ষিত হবে নানা ডাক্তারের প্রেস্ক্রিপশন।

ওষুধের তালিকা খাওয়ার পদের সংখ্যাকে বলে বলে দশগোল দেবে। এই দশ হাজার দিনে তোমার হার্টে স্টেন্ট বসবে, হাঁটু কৃত্রিম হবে। আর বেশ কয়েকবার তুমি বলে উঠবে, আর জীবন টানতে পারছি না। গেলেই বাঁচি।

কিন্তু বাঁচো। 

পঞ্চাশ পেরোলে আর খামোখা তর্কে সময় নষ্ট কোরো না। ঝগড়া থেকে দূরে সরিয়ে নাও নিজেকে। নিজের মতটা জানিয়ে দিয়ে বাকবিতণ্ডা থেকে বেরিয়ে যাও। কারণ এতদিনে তুমি বুঝে গেছো, কেউ কারো মত বদলায় না। 

মতপার্থক্যকে সম্মান জানানোর মানে হেরে যাওয়া নয়। নিজের ভাবনাকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। এতদিনে তুমি বুঝে গেছো রাষ্ট্র ও ধর্ম তোমায় নিয়ে পুতুল খেলতে চায়। আগামী দশ হাজার দিনে তুমি সুতোগুলো পরিষ্কার দেখতে পাবে। চাইলে সেই সুতোগুলো নাচানোর হাতও। তোমার ইচ্ছে হলে সেই সুতলি কেটে এই কটা দিন নিজের মতো বেঁচো। নয়তো আগের মতো নেচো। দুটোর কোনোটাতেই পৃথিবী বা সময়ের কিছু যায় আসে না। তাদের কাছে দশ হাজার দিনের মূল্য মিলিসেকেন্ডেরও কম।

স্মৃতি বানাও। স্মৃতি বাড়াও। 

নিজেকে চেনো, নিজেকে চেনাও। পঞ্চাশ পেরিয়ে গেছো যারা, কান পাতো, শোনো, কেউ গুনছে ন’হাজার নশো নিরানব্বই, আটানব্বই, সাতানব্বই… আর তোমার ভাগে আর হাজারটা, মাত্র হাজারটা বই। 

আয়নায় তবু সেই তাড়া দেখি কই?

(ফেসবুক থেকে পাওয়া)

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি