ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যমুনা টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সার্বক্ষণিক মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে যমুনা টেলিভিশন। আজ শনিবার (৫ এপ্রিল) ১১তম বর্ষে পদার্পণ করলো দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন।

পেশাদারিত্বের সঙ্গে ২৪ ঘণ্টা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি ইনফোটেইনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স ও অনুসন্ধান ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে যমুনা টেলিভিশন।

প্রতিষ্ঠালগ্ন থেকে টেলিভিশন চ্যানেল হিসেবে বস্তুনিষ্ঠভাবে সবার আগে সর্বশেষ সংবাদ তুলে ধরার চেষ্টা করে আসছে টেলিভিশন চ্যানেলটি। নাগরিক ভোগান্তি ও উন্নয়নের অগ্রযাত্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বড় বড় অনিয়ম দুর্নীতির খবর তুলে ধরে আলোচনায় আছে যমুনা টেলিভিশন।

পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, মানুষকে সরাসরি জনপ্রতিনিধি, ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে সংযুক্ত করার মতো কাজও করেছে প্রতিষ্ঠানটি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি