ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫

যমুনা সেতুতে আজ থেকে ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১২:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বহু প্রত্যাশিত রেলসেতুতে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্যে দিয়ে যমুনা সেতুতে ইতি ঘটতে যাচ্ছে ট্রেন চলাচলের।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে নিয়মিত ট্রেন চলবে নবনির্মিত এই রেল সেতুতে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দিবে এই সেতু দিয়ে।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুরর রহমান বলেন, সকাল ১০টায় ওই ট্রেন যমুনা রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারণ করা হয়েছে। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেলসেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল করবে।

তবে আগামী ১৮ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। নতুন এ রেলসেতু চালুর সঙ্গে সঙ্গে বুধবার থেকেই বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে।

এদিকে, এই শুভ যাত্রায় এর নির্মাণযজ্ঞে সম্পৃক্তরা উচ্ছ্বাসিত। দেশের বৃহৎ এই কর্মযজ্ঞে নিজেরা সম্পৃক্ত হয়ে ইতিহাসের সাক্ষী হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

উল্লেখ্য, ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের শেষ দিকে শুরু হয় ৪.৮ কিলোমিটার দৈর্ঘের যমুনা রেলসেতু নির্মাণ কাজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি