ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

যমুনার তীব্র স্রোতে ৫ কিলোমিটার এলাকায় ভাঙন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৩০ জুন ২০১৮

যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে জালালপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে আড়াই শতাধিক ঘরবাড়ি ও শত শত একর আবাদি জমি। হুমকির মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু স্থাপনা।

চিরচেনা বসত-ভিটা, আর সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে যমুনা তীরের এনায়েতপুর ও জালালপুরের মানুষ।

তীব্র স্রোতে দুই সপ্তাহ ধরে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। নদীর গ্রাস থেকে রক্ষায় সহায়-সম্বল নিয়ে লোকজন ছুটছে অন্যত্র।

জনবসতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ও তাঁত শিল্পসমৃদ্ধ কয়েকটি গ্রাম।

প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড প্রকল্প নিলে, তা বাস্তবায়নে উদ্যোগের কথা জানান স্থানীয় সংসদ সদস্য।

ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা হিসেবে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে যমুনাপাড়ের মানুষ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি