ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

যশোর টেকনোলজি পার্কে চাকরি পেতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ৩ অক্টোবর ২০১৭

আগামী ৫ অক্টোবর যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বসছে চাকরির মেলা মেলাটি আয়োজন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এ মেলায় প্রায় ৩০টি প্রযুক্তি প্রতিষ্ঠান চাহিদামত লোকবল বাছাই করবে

এখানে চাকরির পেতে প্রার্থীদের কী ধরনের যোগ্যতা লাগবে তা জানেন না অনেকে। আবার কতোজনকে নেবে সেটা নিয়েও থাকে এক প্রকার ধোঁয়াশা। ৫ অক্টোবর দিনব্যাপী চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে। এটি উদ্বোধন করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তাই নবনির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘিরে অনেক তরুণেরই থাকছে চাকরির সুযোগ। আয়োজকরা জানান, এই সংখ্যা কয়েকশ’ হতে পারে।

চাকরি পেতে হলে প্রত্যেক প্রার্থীকে ওইদিন স্ব-শরীরে মেলায় উপস্থিত হতে হবে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টল থেকেই জানানো হবে, অংশগ্রহণকারী যোগ্য প্রার্থী কোন প্রতিষ্ঠানে কোন চাকরি পাচ্ছেন। আর সেই কাজের ভিত্তিতেই তারা লোক নিয়োগ দিবেন।

মেলা উদ্বোধনের পর পরই প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করবে স্টলগুলো। পরে সেগুলো বাছাই করার পর স্পট ভাইভা নেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচন শেষে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত নিয়োগ দেবে।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠানগুলোর কাজ ভিন্ন হওয়ায়, ভিন্ন ভিন্ন দিক লক্ষ রেখেই তারা যোগ্য প্রার্থী খুঁজে নেবে। ডিপ্লোমা থেকে শুরু করে প্রকৌশলী ও সাধারণরাও চাকরির সুযোগ পাবেন সেখানে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, অগমেডিক্স বাংলাদেশ লিমিটেড, এমসিসি, অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, কাজী আইটি সেন্টার, ফিফোটেক, ই-জেনারেশন লিমিটেড, বাক্য, ডিজিকন টেকনোলজিস, ওয়ালটন কম্পিউটার্স, ব্রিলিয়ান্ট আইডিয়াস লিমিটেড, যশোর আইটি, প্রিনিয়র ল্যাব, এনআরবি জবস, ওয়াটার স্পীড, উৎসব টেকনোলজিস লিমিটেড, সাজ টেলিকম, স্পেকট্রাম ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেড, স্টেলার ডিজিটাল লিমিটেড, এম্বার আইটি লিমিটেড প্রভৃতি।

/আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি