ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যশোর সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

যশোর ৪৯ বিজিবির আওতাধীন একাধিক সীমান্তে অভিযান পরিচালনা করে ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিয়ার ও বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মাদক ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।

যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের বর্নি, ধান্যখোলা, কাশিপুর আমড়াখালী এবং বেনাপোল বিওপি'র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিয়ার কম্বল, শাড়ি থ্রী-পিচ, চকলেট, ফুচকা, কিসমিস, তৈরী পোষাক এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। 

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদক দ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি