যশোরে ভোটে দায়িত্বরত বিজিবি সদস্যের মৃত্যু
প্রকাশিত : ০৯:৩৩, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:৩৪, ৩১ মার্চ ২০১৯
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্ব পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাঘারপাড়ায় রফিকুল ইসলাম (৬৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। মৃত্যু রফিকুল ইসলাম বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নে নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন।
শনিবার রাত ৯টার দিকে বুকে ব্যথা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাঘারপাড়া থানার ওসি জসিমউদ্দিন জানান, উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালনের জন্য শুক্রবার বিকালে বাঘারপাড়ার ডিগ্রি কলেজ কেন্দ্রে আসেন। এসময় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে অবস্থান করেন।
শনিবার রাত ৯টার দিকে তার বুকে ব্যথা অনুভব হলে তাকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার দে সুবেদার রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার দে বলেন, হাসপাতালে আনার আগেই ওই বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
টিআর/
আরও পড়ুন