ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক শাহানারা আর নেই

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ২৮ মার্চ ২০২৩

যশোরের জ্যেষ্ঠ নারী সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শাহানারা বেগম আর নেই। 

রোববার (২৬ মার্চ) রাত ৮টার দিকে পৌর শহরের সার্কিটপাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী ছিলেন।

সোমবার বাদ জোহর পৌর শহরের কারবালা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার দাফন হয়।

শাহানারা বেগমের সাংবাদিকতা শুরু দৈনিক জনকণ্ঠের দিনাজপুরের হিলি প্রতিনিধির মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে নিজ জন্মস্থান যশোরে ফিরে দৈনিক খবর পত্রিকার যশোর সংবাদদাতা হিসেবে। পরে তিনি ‘ঝড়’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। 

এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। 

আরও শোক জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব, সাধারণ সম্পাদক আকরামুজ্জামানসহ বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন যশোর, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের নেতারা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি