যাত্রা শুরু করতে যাচ্ছে সিবিএফডি
প্রকাশিত : ১৪:১৪, ৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৪৪, ৩ ডিসেম্বর ২০১৯
বৃহত্তর চট্টগ্রামের অধিবাসী যারা ঢাকায় ব্যবসায়ী হিসেবে স্থায়ী হয়েছেন, তাদের নিয়ে গঠিত হচ্ছে চট্টগ্রাম বিজনেস ফোরাম, ঢাকা (সিবিএফডি)।
প্রাথমিকভাবে এর আহ্বায়ক কমিটির মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছে। শিগগির আনুষ্ঠানিকভাবে বৃহৎ পরিসরে এর যাত্রা শুরু করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক বিজিএমই’র সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির।
তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি খাতে বিকাশে অন্যতম ভূমিকা পালন করছে চট্টগ্রামের উদ্যোক্তা ব্যবসায়ীরা। স্ব স্ব ক্ষেত্রে ব্যস্ততার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ তেমন হয়ে উঠে না। আমরা এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বাড়াতে চেষ্টা করবো।
প্রসঙ্গত, গত ২১ মে উত্তরা ক্লাবে ইফতার মাহফিলের মাধ্যমে চট্টগ্রাম বিজনেস ফোরাম-ঢাকা’র পথ চলার সূচনা হয়। ঢাকায় বসবাসরত চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের সেতুবন্ধন হিসেবে কাজ করার লক্ষে প্রতিষ্ঠা করা হয় এই সংগঠন।
এটি একটি সামাজিক সংগঠন। একে অপরের সঙ্গে সম্পর্ক বাড়ানোই সংগঠনটির উদ্দেশ্য। পারিবারিক বন্ধন বাড়ানোই তাদের লক্ষ।
একে//
আরও পড়ুন