ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যাত্রীর জুতা থেকে ১৫ লাখ টাকার সোনা ‍উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ২৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৫১, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪৮ গ্রাম সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, মিলন প্রামাণিক নামের ওই যাত্রী রোববার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে সোনার বার থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশিতে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয় টুকরা সোনা পাওয়া যায়।  উদ্ধার সোনার ওজন ৩৪৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

আটক মিলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।

 

এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি