ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

যাত্রীর পেটে মিলল সোনার ১০ বার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১৮ জুলাই ২০১৮

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ১০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রী রমজান আলীকে। আজ বুধবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে।

রমজান আলীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। জব্দ করা সোনার ওজন ১ কেজি ১৭০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের উপকমিশনার বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে সকাল সাড়ে নয়টায় একটি উড়োজাহাজে করে রমজান আলী চট্টগ্রামে আসেন। আগে থেকেই নিশ্চিত খবর থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কিন্তু সোনার কথা স্বীকার না করায় কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে তাঁর পেট এক্স-রে করা হয়। সেখানে তাঁর পেটে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হলে তিনিও স্বীকার করেন। এরপর তাঁকে বিমানবন্দরের শৌচাগারে পাঠানো হয়। শৌচাগার থেকে বের হয়ে তিনি সোনার বারগুলো কাস্টমস কর্মকর্তাদের হাতে তুলে দেন।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি