ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

যাদু বাস্তবতা নিয়ে ইউটিউবার বিডির ‘মেন্টাল প্যান্ডেমিক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২০

প্রায় এক বছর ধরে বিশ্বব্যাপী চলছে করোনা মহামারি বা প্যান্ডেমিক। এর ফলে প্রকৃতির পাশাপাশি নারী-পুরুষের সম্পর্কেও একটা পরিবর্তন ঘটে গেছে। এমন একটি মনস্তাত্ত্বিক পটভূমির গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেন্টাল প্যান্ডেমিক’।

এ গল্পে মূলত তুলে ধরা হয়েছে যাদু বাস্তবতা, যা কিনা ছকবাঁধা জীবনের একটু অন্যরকম গল্প, পরম যাদু। নারী-পুরুষের সম্পর্কের জটিল রসায়ন, কল্পনা আর বাস্তবের সংঘর্ষসহ নানা চমক নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ও আনন্দ খালেদের রচনায় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন দোলন দে ও আনন্দ খালেদ। প্রযোজনা করেছে টিম ইউটিউবার বিডি। মৌলিক গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রযোজনাটি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘টিম ইউটিউবার বিডি’ সংগঠনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

‘মেন্টাল প্যান্ডেমিক’ নিয়ে মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ গণমাধ্যমকে জানান, “এটি মূলত হিউম্যান সাইকোলজি নিয়ে তৈরি। প্রতিটি মানুষের একটা মোহ থাকে, একটা জগতের প্রতি হাতছানি থাকে, একটা স্বপ্নের আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় সেগুলোর দিকে এগোতে এগোতে গিয়ে পতনও হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে, একটা মানুষের ভেতর অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো পৃথিবী থাকে। ‘মেন্টাল প্যান্ডামিক’ মূলত সেই বিষয়গুলো নিয়েই তৈরি।”

অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘মেন্টাল প্যান্ডেমিক’ একটি অন্য ধরনের গল্প। যে গল্প প্রতিটি মানুষের ভেতরেই কোন না কোনভাবে সুপ্ত রয়েছে। কিন্তু সেটা প্রকাশ করা হয়ে ওঠে না সবসময়। এখানে সেটিই তুলে ধরা হয়েছে। এতে দর্শকরা অন্যরকম একটি ভাবনার খোরাক পাবেন।

লকডাউনের মধ্যে গত ১ মে ‘আমাদের জন্য আমরা’ স্লোগানকে ধারণ করে গঠিত হয় ফেসবুক গ্রুপ ‘ইউটিউবার বিডি’। গ্রুপটি ইতোমধ্যে অনলাইনে সাম্প্রতিক বিষয় নিয়ে সরাসরি আলোচনা, সংগীতানুষ্ঠান, নৃত্যসন্ধ্যাসহ নানা আয়োজন করেছে। এর সদস্যদের স্বাধীনভাবে ১০টি প্রযোজনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতারা।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি