ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

যানজট কিংবা ভিড় এড়াতে জনপ্রিয় হয়ে উঠছে ই-কমার্সের

প্রকাশিত : ১১:৩৬, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৩৬, ১৯ অক্টোবর ২০১৬

যানজট কিংবা ভিড় এড়াতে জনপ্রিয় হয়ে উঠছে ঘরে বসে কেনাকাটার সুযোগ। নিজস্ব ওয়েবসাইটের পাশপাশি অনেকে উদ্যোগতায় পরিনত হয়েছেন ফেইসবুক পেইজের মাধ্যমে । বিশেষ দিনতো বটেই, সারা বছরই বিভিন্ন ছাড় দিয়ে বিক্রি করছেন নিজেদের নানা পন্য। বিশ্বব্যাপী ই-কমার্সের ধারনা যুগ পেরুলেও বাংলাদেশে একে নতুনই বলা যায় । ইবে, অ্যামাজন কিংবা আলিবাবার মতন আর্ন্তজার্তিক ভার্চুয়াল শপের মতন বাংলাদেশেও গড়ে উঠেছে অনেক সংস্থা। যানজট আর নাগরিক ব্যস্ততায় শপিংমলে ঘুরে ঘুরে অনেকেরই কেনা হয়ে ওঠে না পছন্দের পণ্যটি । সেখানে ঘরে বসেই প্রায় একই দামে, কিনে নিতে পারছেন ক্রেতারা । যেকারনে জনপ্রিয় হয়ে উঠছে  বাগডুম বা রকমারীসহ বেশ কিছু অনলাইন শপ । এদিকে ই-কমার্সের এই জগতের সাথে যুক্ত হয়ে নিজেদের পণ্যকে শো-রুম থেকে অনলাইনেও নিয়েছে অনেক  ব্র্যান্ড, অনেক ক্রেতার হাতে তুলেও দিতে পারছে পণ্যটি । তবে কম বিনিয়োগে অনেকে আবার শুধু মাত্র ফেইসবুকে পেইজ খুলেই নিজেস্ব পণ্যটি বিক্রি করছেন । প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা । রাজধানীর মতন ই-কমার্সের সুযোগ উপজেলা পর্যায়ে পৌছানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা ।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি