ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

যার কাছে পরাজিত মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৬ এপ্রিল ২০১৮

ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার আগেই বাজিকররা মেতে ওঠেন সেরা তারকা বাঁচাইয়ে। গত ১০ বছর ধরেই ওই প্রথম-দ্বিতীয় জায়গাটা নিজেদের করে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া মোহাম্মদ সালাহকে এবার দুইয়ে রাখছেন বাজিকররা। এতে পেছনে পরে গেলেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি।

কেউ কি কল্পনায়ও ভেবেছিলেন মিশরের এ বালকের কাছে হেরে যাবেন মেসি? হয়তো না। তবে অবিশ্বাস্য হলেও সত্য, অকল্পনীয় হলেও বাস্তব। বাজিকরদের কাছে লিওনেল মেসি নয়, বরং সালাহ-ই এখন হার্টথ্রব প্লেয়ার। আর সালাহর আগমনে একেবারে পাদপ্রদীপের আলো থেকে সরে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তাই ভবিষ্যৎ ব্যালন ডি-অর দৌড় যে রোনালদো-সালা-মেসির মধ্যে হতে যাচ্ছে তাতে আর কোনো সন্দেহ থাকছে না।

এদিকে লিভারপুলে পা দিয়েই নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। যেখানে ২০১৭ সালের আগে তার নাম-ই জানতো না ফুটবল প্রেমীরা। মাত্র এক বছরের ব্যবধানে সেই সালাহ-ই হয়ে উঠলেন ফুটবলে বড় চমক। লিভারপুলের জার্সিতে এ মৌসুমে এর মাঝেই ৪৩ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে এএস রোমার বিপক্ষে দুই গোল করেছেন, করিয়েছেন দুই গোল। এতে পাদপ্রদীপের সব আলো কেড়ে নিয়েছেন সালাহ।

সূত্র: গোল ডট কম
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি