ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

যারা অনিয়ম করে, তাদেরকে লালকার্ড দেখাতে হবে : সোহেল তাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ১৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:০৬, ১৮ জুলাই ২০১৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘যারা অন্যায়-অত্যাচার করে, দেশে ও সমাজের মধ্যে অনিয়ম করে, তাদেরকে সবাই মিলে লালকার্ড দেখাতে হবে। বর্তমান উন্নয়নের ধারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রথমে সুস্থ জাতি দরকার।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলের সুরমা হলে স্বাস্থ্য বিষয়ক ‘হটলাইন কমান্ডো’ শীর্ষক আয়োজনে তিনি এ কথা বলেন।

সোহেল তাজ আরও বলেন, ‘যাদের লক্ষ্যে কাজ করা তাদের আগে বোঝাতে হবে।’

তিনি বলেন, ‘এর আগে অনেকেই এটি নিয়ে কাজ করেছেন তবে, যারা আগে চেষ্টা করেছেন তারা জনগণের কাছে যায়নি। জনগণের কাছে পৌঁছাতে হলে টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘অনেকদিন ধরে সবার মধ্যে একটা কৌতুহল কাজ করেছে যে- কি হতে যাচ্ছে? সবার মনে প্রশ্ন ছিল- কি নিয়ে আসছে সোহেল তাজ? সে বিষয়ে আজ বলবো। তবে আমার মূল কাজ সম্পর্কে বলার আগে একটু পেছনে ফিরে যেতে চাই। বলতে চাই- কি চিন্তায় আমি এই পরিকল্পনা করেছি।’

সোহেল তাজ আরও বলেন, ‘আমরা এ পৃথীবিতে আছি অল্প সময়ের জন্য এবং আমাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে আমরা যতদিন আছি এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের ভালো কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। মিথ্যা বলা যাবে না এবং সমস্ত ভালো কাজ মানুষের সহায়ক হতে হবে। পরষ্পরকে সাহায্য করতে হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আমি শুধু এতটুকুই বলব, আমাদের পরিবার সবসময় আওয়ামী লীগের ও দেশের দুঃসময়ে দলের সঙ্গে ছিল এবং থাকবে। দেশের ও দলের দুঃসময়ে আমিও থাকব।’

দলের সুদিনের ব্যাপারে তিনি বলেন, ‘সুদিনে আমি দলকে অন্যভাবে সাহায্য করছি। আমার এই মুভমেন্টে সবাইকে নিয়েই সোনার বাংলা গড়ার। এটা আমাদের দেশ, সবার দেশ।’

তিনি বলেন, ‘আমার নাগরীক যদি সুস্থ না থাকে তবে সেই সমাজ সুস্থ হতে পারবে না।’

নিজের রিয়েলিটি শো সম্পর্কে সোহেল তাজ বলেন, ‘সমাজকে গড়া, এটাও তো রাজনীতির একটা অংশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে এটাও একটা অবদান।’

তিনি বলেন, ‘শো-এর পাশাপাশি আমরা কিছু কার্যক্রমও পরিচালনা করব। এর অংশ হিসেবে সচেতনামূলক কিছু কাজও করব। অনেক ধরনের কার্যক্রম থাকবে। স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাব। এটা শুধু টিভি প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না।’

এই অনুষ্ঠানের আয়োজন করে ফিফথ নেশন মিডিয়া।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সোহেল তাজ তার ফেসবুক পেজ সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে আসছিলেন যে- ‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।’

এ নিয়ে তিনি কিছু ভিডিও-ও প্রকাশ করে জানান দেন যে তিনি আসছেন কিছু একটা নিয়ে। কৌতুহলি সোহেল তাজ ভক্তরাও অপেক্ষায় ছিলেন এতোদিন। অবশেষে আজ তিনি তার উদ্দেশ্য প্রকাশ করলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি